ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সকল উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ , ২৫ ডিসেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলা ও পৌরসভার সকল বিএনপির কমিটির বিলুপ্ত ঘোষণা করেছে জেলার আহবায়ক কমিটি।শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার আহবায়ক কমিটির আহবায়কের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
দলটির আহবায়ক মোঃ জিল্লুর রহমানে’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে কি কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা বি এন পি’র আহবায়ক কমিটি বিগত ৩০ নভেম্বরের সিদ্ধান্তের আলোকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বি,এন,পির অধীনস্থ সকল উপজেলা ও পৌর বি,এন,পির সাংগঠনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হইল। শীগ্রই উপজেলা ও পৌরসভার সংলিষ্ট নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বিলুপ্ত ইউনিট গুলির পরিচালনার জন্য নতুন আহবায়ক কমিটি গঠন করা হইবে।
আপনার মন্তব্য লিখুন