গৃহহীনদের ঘরের খোঁজে ছুটে চলা ওদের…
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ , ২৫ ডিসেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সকল গৃহীন মানুষের নির্দিষ্ট সময়ের মধ্যে ঘর দিতে বদ্ধ পরিকর সরাইল উপজেলা প্রশাসন। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে মুজিববর্ষ পালন উপলক্ষে সরকারের বৃহৎ কর্মসূচীর অংশ হিসেবে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধিনে সারা দেশের ৮ লাখ ৮২ হাজার ৩৩ টি গৃহীন পরিবারের মধ্যে সরাইল উপজেলায় প্রথম পর্যায়ে যার ১০২ টি পরিবারকে ঘর প্রদান করা হবে।
প্রকল্পটির সুষ্ঠু বাস্তবায়নে কাজ করছে সরাইল উপজেলা প্রশাসন। প্রতিদিন নানা কর্মব্যস্ততার মাঝেও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটে চলেছেন সরকারি বাসযোগ্য স্থান ও গৃহ নির্মাণে। প্রথম থেকে মানবিকতার সাথে কাজ করে চলা উপজেলা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের এ তরুণ কর্মকর্তা সরাইল উপজেলা যোগদান করে কাজ করছেন একেবারে নিজের মত করে।প্রকল্পে কর্মীরা কোথাও বাঁধাগ্রস্থ হলেই ছুটে চলেছেন তারা। এসময় কখনো কখনো তাদের নিজেদেরকেও সার্ভেয়ারদের ফিতা, খুঁটি কিংবা শ্রমিকদের সাথে উপকরণ সরবরাহের কাজ করতে দেখা যায়। তৃণমূলের গৃহীন মানুষের জন্য ঘর তৈরি করে দিতে তাদের এমন আন্তরিকতায় বিভিন্ন এলাকায় প্রশসংশিত হচ্ছেন সদ্য যোগদান কারি ইউএনও মোঃ আরিফুল হক মৃদুল।
সর্বশেষ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সরকারের মহতি প্রকল্পের হাত ধরে উপজেলার সর্বস্তরের গৃহহীনরাও স্বপ্ন দেখছেন নতুন ঘরের। যারা এতদিন পথে-প্রান্তরে, পরের জমিতে খুপড়ি কিংবা ভাড়া বাসায় বসবাস করতেন তারা, নতুন ঘরের গন্ধ ও অনুভুতি খুঁজছেন প্রকল্পের উপর ভর করে।
অফিস সুত্রে জানাযায়,প্রাথমিকভাবে যার ১০২টি পরিবারের ঘর প্রস্তুত করতে তারা সর্বাত্নকভাবে কাজ করছেন। সরাইল উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়নের গৃহহীনদের বরাদ্দ দেয়া হবে ঘরগুলি। ১০২ টি পরিবার ঘর নির্মাণে সরকারি বরাদ্ব ১ কোটি ৭৪ লাখ ৪২ হাজার টাকা। যা প্রতি গৃহহীনদের ঘর তৈরী প্রকল্পের ব্যয় ১ লাখ ৭১ হাজার টাকা।
আপনার মন্তব্য লিখুন