র্যাপিড এন্টিজেন কার্যক্রম পরিদর্শন করলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক সেব্রিনা ফ্লোরা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ , ২৪ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার।। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে র্যাপিড এন্টিজেন কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।।
আজ বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে র্যাপিড এন্টিজেন কার্যক্রম পরিদর্শন করেন তিনি৷
পরিদর্শন শেষে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেনের মতবিনিময় করেন। ওই সময় তিনি হাসপাতালের আইসোলেশন বিভাগ, প্যাথলজি বিভাগ, মেডিসিন বিভাগ পরিদর্শন করেন। করোনা ভাইরাস রোধে আলোচনা করেন ও রোগীদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে চিকিৎসা সেবা প্রদানে চিকিৎসকদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
এন্টিজেন কার্যক্রম পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সিডিসি এর এসিস্ট্যান্ট ডিরেক্টর ডা. তাহমিনা আক্তার, সিনিয়র সুপারভাইজার ডা. নাছির আহমেদ খান, ডিপিএম ডা. মুস্তাফা মুহাম্মদ, স্বাস্থ্য অধিদপ্তরের মেডিক্যাল অফিসার ডা. রাব্বাব ইম্মুল।
তাছাড়া আরোও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ, হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রানা নুরুল সামস, ডা. এনামুল হাসান, মেডিক্যাল অফিসার ডা. ফাইজুর রহমান ফয়েজ, ডা. মুস্তাফিজুর রহমান ও ডা. রায়হান প্রমূহ। হাসপাতালের নার্সিং উপ-সেবা তত্ত্বাবধায়ক জুলেখা আখতার, সুপারভাইজার গীতা রানী সাহা, নার্সিং ইনচার্জদের মধ্যে স্বাধিনতা নার্সেস পরিষদ জেলা শাখার সভাপতি ফেরদৌসী বেগম, সহসভাপতি নাসিমা আখতার, সাধারণ সম্পাদক ফেরদৌস বেগম, অর্থোপেডিক্স বিভাগের ইনচার্জ জেনমিন আখতার, গাইণী বিভাগের ইনচার্জ সুবিতা রানী পাল, পেইং বিভাগের ইনচার্জ খালেদা আখতার, কার্ডিওলজি বিভাগের ইনচার্জ মধুমিতা পাল ও হাসপাতালের প্রশাসনিক বিভাগের কর্মকর্তা-কর্মচারিগনসহ হাসপাতালের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন