সরাইলে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ , ২৩ ডিসেম্বর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার (সরাইল- নাচির নগর লাখাই) আঞ্চলিক সড়ক বড্ডা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়ক সরাইল উপজেলার সদরে বড্ডাপাড়া শশ্মানের সামনে রাস্তার পশ্চিম পাশ হতে মঙ্গলবার( ২২ ডিসেম্বর ) রাত সাড়ে তিনটার দিকে তাদের গ্রেফতার করে পুলিশ, এসময় ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন,১।মোস্তফা মিয়া(৪০), পিতা- মৃত ধন মিয়া,কালিকচ্ছ ( নাথপাড়া), ২। মনির হোসেন(২০), পিতা- মোঃ জামাল মিয়া, ধরন্তী ( চাকসার উত্তরপাড়া), ৩। সবুজ মিয়া(২৫), পিতা- সামসু মিয়া, কালিকচ্ছ ( দত্তপাড়া), ৪। নাইম মিয়া(২৪), পিতা- আফরোজ মিয়া, কালিকচ্ছ (ঘোষপাড়া),৫। ইমন মিয়া(২২), পিতা- রাশেদ মিয়া, গ্রাম কালিকচ্ছ(ঘোষপাড়া), সর্বথানা সরাইল জেলা ব্রাহ্মণবাড়িয়া।
সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ এ এম এম নাজমুল আহমেদ বলেন, সরাইল থানার পুলিশ ডাকাতদলের ৫ সদস্যকে আটক করে। তাদের বিরুদ্ধে ডাকাতিও দেশীয় অস্ত্র আইনে মামলা নিয়ে ব্রাহ্মণ বাড়িয়া জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি এ সময় আরোও বলেন, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানার একাধিক মামলা রয়েছে। তবে সরাইল থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন