শীত নিবারণে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও মৃদুল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ , ২২ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইলে হঠাৎ শীতের তিব্রতা বেড়েছে। গতকাল সূর্যের দেখা মিললেও আজ আর দেখা নেই সূর্যের। তা’উপর হিমেল বাতাস। যে বাতাসে দাঁতের মাড়ি হারগোড় মারিয়ে যাচ্ছে। অসহায় ও দরিদ্র মানুষ গুলোর যার যা সম্বল রয়েছে তা দিয়েই শীতের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সরাইল উপজেলার দরিদ্র ও শীর্তাত মানুষকে কম্বলে জড়িয়ে দিলেন সরাইল উপজেলা নবাগত নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল।সোমবার (২১ ডিসেম্বর ) রাত সাড়ে আটটা’র দিকে সরাইল উপজেলার সদর ইউনিয়নের বড্ডা পাড় ও বণিক পাড়া এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা তহবিল থেকে সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে হত দরিদ্র, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও মোঃ আরিফুল হক মৃদুল, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন, সরাইল সদর ইউপি সচিব মোঃ মাহবুবুল ইসলাম ঠাকুর জুয়েল প্রমুখ। অন্যদিকে জেলায় শীতের তিব্রতা বাড়ায় জেলা প্রশাসকের নির্দেশে আজ রাতে উপজেলার গ্রামে, মাদ্রাসা ও এতিমদের, উপজেলা দরিদ্র মানুষ গুলোকে শীতবস্তু কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
অফিস সুত্রে জানান, সরাইল উপজেলায়( ৪০০০ ) চার- হাজার কম্বল দরিদ্র মানুষের মাঝে বিতরণ করবেন।
মোঃ তাসলিম উদ্দিন
আপনার মন্তব্য লিখুন