বিজয়নগরে কম্বল নিয়ে রাতে বেদে পল্লীতে ইউএনও
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ , ২২ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি/ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ও চান্দুরার ১৫৮ বেদে পল্লী এবং উপজেলার বিভিন্ন এলাকার ভাসমান ও ছিন্নমূল অসহায়দের মধ্যে মোট ২০৮টি কম্বল বিতরণ করেছেন বিজয়নগরের ইউএনও কে.এম ইয়াসির আরাফাত।
সোমবার রাত ৭টা হতে রাত ১০টা পর্যন্ত উপজেলার দুটি বেদে পল্লীসহ অন্যন্য শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় তীব্র শীতের মধ্যে কম্বল পেয়ে শীতার্তরা ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা জানান।
এ ব্যাপারে বিজয়নগর ইউএনও কে.এম ইয়াসির আরাফাত বলেন, দিনের বেলা দাপ্তরিক কাজ শেষে রাতের বেলা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আসা কম্বল নিয়ে উপজেলার বুধন্তী ইউনিয়নের বেদে পল্লীর ১২১টি পরিবারে ১২০টি, চান্দুরা ইউনিয়নের বেদে পল্লীতে ৩৮টি, পত্তন ইউনিয়নের মোহাজের কলনির বাসিন্দারে ২০টি ও ইসলামপুরের অসহায়দের ১৫টি কম্বল বিতরণ করা হয়। যাতে করে কোন অসহায় দুস্থ মানুষ এই শীতে কষ্ট না করে। পর্যায়ক্রমে আরো কম্বল বিতরণ করা হবে বলেও ইউএনও জানান।
কম্বল বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহাবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহানূর জাহান প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন