নবীনগরে অসহায় ও শীতার্তদের মাঝে ২০০ শীতবস্ত্র বিতরণ করলেন ডা. এবিএম মুসা।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ , ২২ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো.আজহার উদ্দিন,স্টাফ রিপোর্টার।।ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শীতার্তদের মধ্যে ২০০ কম্বল বিতরণ করলেন ডা. এবিএম মুসা চৌধুরী।
আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শিবপুর ইউনিয়নের সাহার-পার গ্রামে নিজ অর্থায়নে তিনি এ কম্বল বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এবিএম মুসা চৌধুরীর পিতা সমাজসেবক ও বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মো. ফরিদ উদ্দিন আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন আহমেদ সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরাসহ আরও অনেকেই।
বিতরণ শেষে মুঠোফোন ডা. এবিএম মুসা চৌধুরী জানান, ছোট থেকেই সেবা দেওয়ার পাশাপাশি অসহায় মানুষদের সামাজিক ও আর্থিকভাবে সহযোগিতা করার ইচ্ছে ছিল তার। অনেক সময় পাঁচশত টাকা ভিজিট নিয়েও আনন্দ পাইনা, আবার ভিজিট ছাড়া রোগী দেখেও আনন্দ পাই। আমি চাই আমার সেবাটা প্রকৃত অসহায় মানুষের জন্য হউক। আমার দানটা অসহায় মানুষের কাজে আসুক। কাউকে খুশি করার জন্য কিংবা লোক দেখানোর জন্য দান বা সেবা দেওয়া ঠিক না। হয় আল্লাহকে সন্তুষ্টি করা কিংবা কাজটা করে নিজের মনে আনন্দ পাওয়াকেই গুরুত্ব দেই আমি।
উল্লেখ্য যে, ডা. এবিএম মুসা চৌধুরী বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি নাক, কান ও গলার উপরে সর্বোচ্চ ডিগ্রি করা চিকিৎসক ও নাক, কান ও গলার সার্জন হিসেবে পরিচিত। তিনি একজন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বও বটে। অসহায় ও হতদরিদ্র রোগীদের প্রায় সময় ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি আর্থিকভাবে সহযোগিতা করে যথেষ্ট সুনাম অর্জন করেছে।।
আপনার মন্তব্য লিখুন