শহরে দিনে – দুপুরে ডাকাতি হওয়া বিল্ডিং’এর সামনে পুনরায় ছিনতাই।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ , ২০ ডিসেম্বর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
স্টাফ রিপোর্টার/কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলি এলাকায় দিনে দুপুরে ডাকাতি হওয়া বিল্ডিং’এর সামনে পুনরায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
আজ রোববার (২০-১২-২০ ইং) মধ্যপারা নিবাসী মোছাঃ নাহার বেগম (৫২) কাউতুলির ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরতে রিক্সার জন্য অপেক্ষারত অবস্থায় ভদ্রবেশী এক ছিনতাইকারী এসে বলে এখানে রিক্সা পাবেন না, আসুন সামনে রিক্সা পাওয়া যাবে সহজ সরল ভদ্র মহিলা নিয়াজ স্টেডিয়ামের উওর পাশের রাস্তায় আসলে অভিনব কায়দায় ছিনতাইকারীরা প্রকাশ্যে দিবালোকে অস্ত্রের ভয় দেখিয়ে মহিলার গলায় থাকা স্বর্নের চেইন সহ অন্যান্য জিনিস নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় জিডি করা হয়। জিডি মূলে পুলিশ এসে আসেপাশের সিসিটিভি ক্যামেরা দেখে ঘটনার সত্যতা পেয়েছে। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এস আই আক্কাস জানান এঘটনাই তিনজন ছিনতাইকারী জড়িত, চিহ্নিত করার চেষ্টা চলছে,তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হবে।
একের পর এক ছিনতাই ও ডাকাতির ঘটনায় শহরবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে। তারা বলছে শহরে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে অনতিবিলম্বে ছিনতাইকারী, ডাকাতদের গ্রেফতার করা হোক।
আপনার মন্তব্য লিখুন