ব্রাহ্মণবাড়িয়ায় ৭৬জনের এন্টিজেন পরীক্ষা সম্পূর্ণ।। ৯জন পজিটিভ।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ , ১৯ ডিসেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো.আজহার উদ্দিন,স্টাফ রিপোর্টার//ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক ভাবে করোনা শনাক্ত করতে ৭৬জনের এন্টিজেন পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। যার মধ্যে ৯জন রিপোর্ট পজিটিভ হয়েছে।
শনিবার (১৯ ডিসেম্বর) রাতে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন মুঠোফোনে নিশ্চিত করেন।
চলতি মাসের ৫ তারিখ ব্রাহ্মণবাড়িয়ায় ৯জনের এন্টিজেন পরিক্ষা মাধ্যমে করোনা নির্ণয়ের কার্যক্রম শুরু হয়েছিল। প্রতিদিন ৫-৬ জনের এন্টিজেন পরিক্ষা করা হয়। এখন পর্যন্ত জেলায় ৭৬জনের এন্টিজেন পরিক্ষা করা হয়েছে। যার মধ্যে ৯জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে৷ বাকি ৬৭জনের রিপোর্টে নেগেটিভ আসায় তাদের নমুনাও ঢাকা পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। সবাই পরবর্তীতে আরটি-পিসিআর রিপোর্টে নেগেটিভ আসে।
এই ব্যাপারে হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন জানিয়েছেন, আমাদের ইতিমধ্যে তিনজন এই সংক্রান্ত প্রশিক্ষণ নিয়েছেন। হাসপাতালে ৫শতাধিক কিট আনা হয়েছে। যার মধ্যে ৭৬জনের এন্টিজেন পরিক্ষা সম্পুর্ন হয়েছে। প্রতিদিন এন্টিজেন পরিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ৫ই ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়াসহ আরও ৯টি জেলার এন্টিজেন প্রাথমিক ভাবে পরীক্ষার উদ্বোধন করা হয়েছিল। অনলাইনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান উদ্বোধন করেন।
আপনার মন্তব্য লিখুন