★মহান বিজয়ের ৪৯তম বার্ষিকী আজ★
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ , ১৬ ডিসেম্বর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মনির হোশেন টিপু /মহান বিজয়ের ৪৯তম বার্ষিকী আজ, আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বিজয়ের ৪৯তম বার্ষিকী। বাঙালি জাতির হাজার বছরের গৌরবময় এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস এদিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশসহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন।
১৯৭১ সালের এদিনে বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙ্গে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। ২৪ বছরের নাগ পাশ ছিন্ন করে জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। প্রভাত সূর্যের আলো ছড়িয়ে পড়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। সমস্বরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয় ‘জয়বাংলা’ বাংলার জয়, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল। বাঙালি জাতি যথাযোগ্য মর্যাদা সহিত স্বাস্থ্যবিধি মেনে আজ এই দিনটি পালন করবে।
আপনার মন্তব্য লিখুন