বিজয়নগর বালু ফেলতে গিয়ে ট্রাক্টর উল্টে চালক নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ , ১৬ ডিসেম্বর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালু ফেলতে গিয়ে ট্রাক্টর উল্টে শফিকুল ইসলাম (২৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার (১৫ই ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার খিড়াতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর কচুয়ামুড়া গ্রামের গোলাম রাব্বানীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার চান্দুরা- আখাউড়া বাইপাস সড়কের সিঙ্গারবিল ইউনিয়নের খিড়াতলা নামক স্থানে বালিভর্তি ট্রাক্টরটি বালু ফেলতে গিয়ে সামনের ইঞ্জিন হটাৎ উঁচু হয়ে উল্টে যায় তখন ট্রাক্টরের চালকের মাথায় আঘাত প্রাপ্ত হয়।
আপনার মন্তব্য লিখুন