ব্রাহ্মণবাড়িয়ায় ৭০০ জনের ফ্রীতে ব্লাড গ্রুপ নির্ণয়।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ , ১৫ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার।।গণসচেতনতা মানে সবার কাছে সচেতনতা পৌছে দেওয়া। রক্তদান নিয়ে সেই গণসচেতনতা সৃষ্টিতে, রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে কাজ করে যাচ্ছে “ব্রাহ্মণবাড়িয়া ব্লাড ব্যাংকের”।
রক্তের গ্রুপ না জানার কারণে অনেকেই রক্তদান করতে পারেন না। তাই, এলাকা ভিত্তিক ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
ব্রাহ্মণবাড়িয়া ব্লাড ব্যাংকের উদ্যোগে সকল স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বারঘরিয়া গ্রামে আনন্দঘন পরিবেশে প্রায় ৭শ জন এলাকাবাসীর ফ্রীতে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
গত সোমবার(১৪ই ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া ব্লাড ব্যাংকের ১৯তম ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি ছিল।
উক্ত অনুষ্ঠানে বারঘরিয়া স্বেচ্ছায় রক্তদান সংগঠন উপদেষ্টা মো. ইউনুস সরকারের সভাপতিত্বে ও মো. ইমাম হোসেনের পরিচালনায় ব্রাহ্মণবাড়িয়া ব্লাড ব্যাংক এর সভাপতি নাঈমুল ইসলামসহ এডমিন মো. রাকিবুল ইসলাম, মো. আব্দুর রহমান, এসএ আরমান, মো. মুস্তাকিম, মো. রিমন, মো. তানজিম, মো. ফাহিম উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ‘যদি করি রক্তদান বেঁচে যাবে একটি প্রাণ’ এ স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করা সংগঠনটি এর আগেও কিছু ব্যতিক্রমী কাজ করে আলোচনায় এসেছে। যার মধ্যে অন্যতম হচ্ছে স্বেচ্ছায় রক্তদান করা। তাছাড়া দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষরোপণ, এতিমদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, মানবতার দেয়াল, অজ্ঞাত রোগীদের চিকিৎসার ব্যবস্থা অন্যতম।
আপনার মন্তব্য লিখুন