বিজয় মাসে কসবা প্রেসক্লাবের বিজয়ীদের অভিনন্দন শুভ কামনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ , ১৫ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
বিজয়ের মাস ডিসেম্বর। বিজয়ের এই মাসে নির্বাচনে বিজয় অর্জন মানে বিজয়ের আরেক নতুন মাত্রা।কসবা প্রেস ক্লাব নির্বাচনে এমনি বিজয় অর্জনকারীদের প্রতি রইলো সংগ্রামী অভিনন্দন আর প্রগাঢ় শুভ কামনা।
১৪ ডিসেম্বর সোমবার অত্যন্ত আনন্দঘন, উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি পদে প্রবীণ সাংবাদিক মো. আবদুল হান্নান এবং সাধারণ সম্পাদক পদে মো. শাহ আলম চৌধুরী নির্বাচিত হন। নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক পদে আবুল কালাম আজাদ, কার্যকরী সদস্য পদে নাজমুল হক সজল ও আবুল খায়ের স্বপন নির্বাচিত হয়েছে। এছাড়া বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন সহ- সভাপতি মো. আবদুল বাকের সরকার, সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হোসেন, অর্থ সম্পাদক মো. অলিউল্লাহ সরকার।
মনির হোশেন টিপু, সম্পাদক, ব্রাহ্মনবাড়িয়া টাইমস ও জেলা প্রতিনিধি আনন্দ টিভি
আপনার মন্তব্য লিখুন