সরাইল নবাগত ইউএনও — মোঃ আরিফুল হক মৃদুলে’র যোগদান
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ , ১৪ ডিসেম্বর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবিড়িয়া সরাইলে নতুন ইউএনও হিসাবে যোগদান করেছেন মোঃ আরিফুল হক মৃদুল। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে তিনি সরাইল উপজেলাতে যোগদান করেন। সোমবার দুপুরে নতুন ইউএনও আরিফুল ইসলাম মৃদুল তাঁর কর্ম ও ব্যক্তিজীবন এবং যোগদানের বিষয়টি জানিয়েছেন। আরিফুল ইসলাম মৃদুল ২০১৩ সালে তিনি ৩১ তম বিসিএস (প্রশাসন) এর একজন কর্মকর্তা হিসেবে চাকরীতে পদার্পন করেন।
তাঁর জন্মস্থান কুমিল্লা জেলায়। ব্যক্তি জীবনে তিনি এক সন্তানের জনক।আরিফুল হক মৃদুল বলেন, আমি একজন প্রজাতন্ত্রের কর্মচারী। সরকার রাষ্ট্রীয় বিধি বিধান মেনে কাজ করার জন্য আমাদের নিয়োগ দিয়েছেন। আমি সকল নিয়মের মধ্যে থেকেই কাজ করবো। উপজেলার সকল অফিসার মিলে সরাইলে টিম হিসেবে কাজ করবো। এ জন্য সরাইল উপজেলাবাসীর সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করি। উল্লেখ্য, বিদায়ী ইউএনও এ এস এম মোসাকে বদলীজনিত কারনে নোয়াখালী জেলায় ইউএনও হিসাবে বদলী করা হয়।
আপনার মন্তব্য লিখুন