ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা হানিফ বাইসাইকেলে ৪২দিনে ৬৪ জেলা ভ্রমণ—!!
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ , ১৪ ডিসেম্বর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নিজস্ব প্রতিবেদক!! ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান নোমান একাই বাইসাইকেল চালিয়ে ৪২ দিনে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ শেষ করেছেন।
মাওলানা আবু হানিফ নোমান ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের মোঃ কামাল হোসেনের ছেলে। ২৪ বছরের হানিফ ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে বসবাস করে জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর থেকে দাওরায়ে হাদিস পড়াশোনা শেষ করেছেন।
১লা নভেম্বর বন্দরনগরী চট্টগ্রাম থেকে বাইসাইকেল নিয়ে যাত্রা শুরু করেন তারপর ফেনী, কুমিল্লা, ঢাকা জেলা সহ সবকটি জেলা ভ্রমণ করেন। সর্বশেষ গত ১২ ডিসেম্বর তিনি কক্সবাজার পৌঁছেছেন। বর্তমানে তিনি কক্সবাজার অবস্থান করছেন।
“সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়’ বিভিন্ন স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ৬৪ জেলায় বাই-সাইকেল ভ্রমণ করেছেন মাওলানা আবু হানিফ। স্লোগানের মধ্যে ছিল গাছ লাগান-পরিবেশ বাঁচান, ১টি করে ফলজ ও বনজ গাছ লাগান-অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হউন, পলিথিন ও ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার পরিহার করুন, ড্রেনে বর্জ্য ফেলা পরিহার করুন, ডাস্টবিন বা নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলুন, দূষিত ও অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা বন্ধ করুন, কল কারখানার দূষণ রোধ করুন, ইট-ভাটা পরিবেশ দূষণ রোধ করুন।
মাওলানা আবু হানিফের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, দাওরায়ে হাদিস পরীক্ষা শেষে শখের বশে আমি ৬৪ জেলায় সাইকেল দিয়ে ভ্রমন করেছি। এই ভ্রমন করতে আমার মাত্র সাড়ে ১০ হাজার টাকা খরচ হয়েছে। অধিকাংশ জেলায় আমি সরকারি সার্কিট হাউসে রাত্রী যাপন করা ছাড়াও বিভিন্ন জেলায় বন্ধু-বান্ধব, আত্মীয় ও শুভাকাঙ্ক্ষীদের বাসায়ও রাত্রী যাপন করেছি। আমার ৩৭ দিনে আমি ৬৪ জেলায় ভ্রমণ করেছি। বিভিন্ন জেলায় রাত্রী যাপন করার কারণে আমার ৪২দিন লেগেছে। সর্বশেষ পার্বত্য জেলা গুলো ভ্রমণ শেষ করে আমি এখন কক্সবাজারে আমার জন্য সবাই দোয়া করবেন। ভ্রমণ কালে বিভিন্ন জেলায় আমি পরিবেশ রক্ষায় আমাদের করণীয় নিয়ে সচেতনতামূলক প্রচার করার চেষ্টা করেছি। এই দেশ আমাদের, আমরা সচেতন হলেই পরিবেশ রক্ষা করা অনেকটা সম্ভব হবে আশা ব্যক্ত করেন।
আপনার মন্তব্য লিখুন