সরাইলে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ , ১২ ডিসেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ বিট পুলিশিং বাড়ি- বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইল সদর উচালিয়া পাড়ায় বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১২ ডিসেম্বর) সরাইল থানা পুলিশের আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের উচালিয়া পাড়ায় সুর্যমুখী কিন্টারগার্ডেন স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।ইউপি সদস্য মোঃ আরিজ মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সরাইল থানার এস আই মোঃ জাকির হোসেন, সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ কায়কোবাদ, সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, সরাইল থানার এ এস আই মোঃ সাইফুল,মোঃ সোনা মিয়া, মোঃ জাকারিয়া, মোঃ হেলাল মিয়া, প্রদীপ চক্রবর্তী, মোঃ মাজু মিয়া, মোঃ জামাল মিয়া প্রমুখ।এ সময় এস আই জাকির বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।এ সময় গ্রামের সর্বস্তরের নারী- পুরুষগন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন