১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

আমি ষড়যন্ত্রের শিকার : আ’লীগ নেতা গোলাম আলী

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ , ১২ ডিসেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ মিথ্যাচার, অপরাজনীতি, অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের নেতা হাজী গোলাম আলী। বৃহস্পতিবার সরাইল রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্যের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমুখী নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন হাজী গোলাম আলী। মতবিনিময়কালে সভাপতিত্ব করেন সরাইল রিপোর্টার্স ইউনিটির আহবায়ক আরিফুল ইসলাম সুমন।

হাজী গোলাম আলী নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের মৃত আলী মুদ্দিন ওরফে সনাই মেম্বারের ছেলে। বিগত ১৯৭০ সাল থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত গোলাম আলী দাঁতমন্ডল এরফানিয়া আলীম মাদ্রাসার আজীবন সদস্য এবং সাবেক বিদ্যুৎসাহী সদস্য। এছাড়াও তিনি দাঁতমন্ডল কমিউনিটি ক্লিনিকের জমিদাতা হিসেবে দাতা সদস্যের দায়িত্ব পালন করছেন। হাজী গোলাম আলী নাসিরনগর উপজেলার গণমানুষের নেতা সাবেক মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী প্রয়াত এডভোকেট ছায়েদুল হক এমপির ঘনিষ্ঠ বিশ্বস্ত সহচর ছিলেন।

মতবিনিময় সভায় হাজী গোলাম আলী বলেন, তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সারাটা জীবন বিলিয়ে দিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর প্রতিবাদ করেছেন। কিন্তু রাজনীতি করতে গিয়ে আলোচনা-সমালোচনার শিকার হয়েছেন।

তিনি বলেন, আমার নেতা ছায়েদুল হক এমপি মারা যাওয়ার পর নাসিরনগরে আওয়ামী রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এসেছে ; দলের ত্যাগী নেতা-কর্মী অনেককেই নানাভাবে অবমূল্যায়ন করা হচ্ছে। নানা কূটকৌশলে তাদের হয়রানি করা হচ্ছে। সম্প্রতি দাঁতমন্ডলে একটি মারামারি ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা চাঁদাবাজি মামলা দেয়া হয়েছে। সেই মামলায় আমি সহ আমার পরিবারের লোকজনকে আসামি করা হয়েছে। ষড়যন্ত্র মুলক এ মামলায় আমাদের হয়রানি করা হচ্ছে একটাই কারণে, ‘আমরা প্রয়াত জননেতা ছায়েদুল হক এমপির আদর্শে রাজনীতি করতাম বলে।’

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন