কসবায় বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি উদ্যেগে র্যালী ও আলোচনা সভাঃ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ , ১০ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
কসবা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া: আজ সকাল ১২.৩০ ঘটিকায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি প্রধান কার্যালয়ের সামনে থেকে র্যালী বের করা হয় । র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কসবা উপজেলা চত্ত্বরে শেষ হয়। কসবা উপজেলা শাখার সভাপতি মোবারক হোসেন চৌধুরী নাছিরের সভাপতিত্বে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত সমাবেশে সাংবাদিক মহল, মানবাধিকার কর্মী, শিক্ষক, শিক্ষিকা, রাজনৈতিক নেতিৃবৃন্দু ব্যবসায়ী ,কৃষিজীবি, শ্রমজীবি, কলেজ ছাত্র-ছাত্রী,সচেতন মহল সহ, নানা পেশার মানুষের উপস্থিতিতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেঅনুষ্ঠানটি সফল হয়েছে। সমাবেশে বক্তারা বলেন ঃ কসবায় প্রতি বছরে ন্যায় এবার ও
বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। কসবা এইচ.আর.আর.এস মানবাধিকার কর্মীরা অসহায় ও বঞ্চিত মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। আপনাদের কাজে স্বাগতম জানাই , আমরা আছি আপনাদের পাশে। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন- সভাপতি, মোবারক হোসেন চৌধুরী (নাছির) এইচ.আর.আর.এস , সাধারণ সম্পাদক মোহাম্মদ
রাসেল সরকার, (এইচ.আর.আর.এস) কসবা উপজেলা শাখা , সফিকুল
ইসলাম খান যুগ্ম-আহবায়ক (বিএমএসএফ) ও দৈনিক দেশবার্তা আখাউড়া প্রতিনিধি, সাবেক ছাত্রলীগ সিনিয়রসহ-সভাপতি
ইব্রাহিম, যগ্ম আহব্বায়ক কাজী মানিক, ছাত্রলীগ সদস্য টিটু কসবা উপজেলা শাখা ছাত্রলীগ, কচি কাচা কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: দুলাল , মানবাধিকার কর্মী এইচ. এম শাহিন আলম , দারুন নাঈম হাছিব, হালিমা খাতুন, মো: হাসান
মিয়া, আওয়ামীলীগ নেতা সাবেক কমিশনার আবু তাহের ,আবু মুছা, বাছির মিয়া, দিদার হোসেন, মনির হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, কসবা হিউম্যান রাইটস
রিভিউ সোসাইটি সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল সরকার।
আপনার মন্তব্য লিখুন