আজ ঐতিহাসিক ৮ ডিসেম্বর সরাইল মুক্ত দিবস
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ , ৮ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো:তাসলিম উদ্দিন, সরাইল প্রতিনিধি, বিজয়ের বার্তা ছড়িয়ে আজকের এই দিনে সরাইলের আকাশে উড়েছিল মুক্তির স্বাধীন বাংলাদেশের পতাকা। আজ মঙ্গলবার ৮ ডিসেম্বর সরাইল মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিনে সরাইল পাকিস্তানি হানাদার বাহিনী মুক্ত হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে সরাইলে দিবসটি পালন করা হচ্ছে।দীর্ঘ নয় মাসের যুদ্ধ আর নির্যাতনের পরিসমাপ্তি ঘটিয়ে এদিনে সরাইল মুক্তিযোদ্ধা, মিত্রবাহিনীসহ গণ মানুষের আনন্দ উল্লাসে প্রকম্পিত হয়ে উঠে।দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল দশ টায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি র্যালি বের হয়।র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে’র উদ্যোগে র্যালি,দোয়া, কেক কাটা ও আলোচনা সভা আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসমত আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,সাবেক এমপি এডঃ জিয়াউল হক মৃধা,সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর,সরাইল উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা,উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম, সরাইল থানা অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদ, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমুদুল কামাল,ডিপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুলাহ,বীর মুক্তিযোদ্ধা মোঃ মেজবাহ উদ্দিন (মোছন),বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল খান,বীর মুক্তিযোদ্ধা অক্ষয় কুমার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ,বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম,মোঃ ইকবাল হোসেন,আওয়ামীলীগ নেতা মোঃ মাহফুজ আলি, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, জেলা পরিষদ সদস্য মোঃ পায়েল মৃধা, উপজেলা যুবলীগ নেতা মোঃ বিলাল হোসেন,যুবলীগ নেতা মোঃ রনি, সাবেক ছাএলীগের সাধারন সম্পাদক মোঃ সিজার, মোঃ হাবিব, মোঃ বাবু প্রমুখ,এ সময় উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমের ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্টানে বক্তারা বলেন,৮ ডিসেম্বর সরাইল মুক্ত দিবস প্রশাসনিক ভাবে পালন করার আহ্বান জানান। এ দিনটিতে সরাইলে’র ঐতিহাসিক হানাদার মুক্ত দিবস।
আপনার মন্তব্য লিখুন