ভৈরবের রোজ গার্ডেনে আল-মদিনা ওষুধ কোম্পানির মাসিকসভা অনুষ্ঠিত।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ , ৫ ডিসেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।।
কিশোরগঞ্জ জেলার ভৈরবে আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের নতুন সম্ভাবনার শপথ নিয়ে মাসিক সভা সম্পূর্ণ হয়েছে।
শনিবার(৫ই ডিসেম্বর) সকাল ৯টার দিকে ভৈরব বাসস্ট্যান্ডের ফখরুল ইসলাম আক্কাস সড়কের পাশে অবস্থিত রোজ গার্ডেনে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাসিক সভায় ভৈরব জোনালের সিনিয়র আরএসএম মো. আল- মাসুদ শাহীনের সভাপতিত্বে পিএমডি বিভাগের এক্সিকিউটিভ সামী-আল শাহারিয়ার পরিচালনা করেন। তিনি নতুন নতুন প্রোডাক্ট কিভাবে চিকিৎসকদের কাছে প্রোমোশন করাতে হয়, সে বিষয়ে মার্কেটিং ইনফরমেশন অফিসারদেরকে আইডিয়া প্রদান করেন।
তাছাড়া আরোও ছিলেন কোম্পানির নবনিযুক্ত প্রোডাক্ট মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার প্রকৌশলী মো. আজহার উদ্দিন, (ভৈরব-নরসিংদী) এর এরিয়া ম্যানেজার মেহেদী হাসান, ব্রাহ্মণবাড়িয়া সদরের সিনিয়র এরিয়া ম্যানেজার মো. মজিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সদরের এরিয়া ম্যানেজার জুনায়েদ আহমেদ, ভৈরব সদরের এরিয়া ম্যানেজার আব্দুল আলী, কিশোরগঞ্জের এরিয়া ম্যানেজার কাউসার আহমেদ রিয়াদ।
সভাপতিত্বের সমাপনী বক্তব্যে আল-মাসুদ শাহীন বলেন, সবাই ডাক্তার ফ্রন্টে কাজ করুন। প্রেসক্রিপশন ছাড়া আগানো সম্ভব না। ভৈরব জোনাল ডাক্তারদের প্রেসক্রিপশন দিয়ে সারা বাংলাদেশে প্রথম। কিন্তু প্রেসক্রিপশন অনুযায়ী সেলস হচ্ছে না। মিটফোর্ড ও বিভিন্ন জোনাল থেকে অবৈধ ভাবে কোম্পানির মেডিসিন ব্রাহ্মণবাড়িয়া ঢুকছে বলে যে অভিযোগ উঠেছে, তা একাধিকবার কোম্পানিকে জানানো হয়েছে। আজকেও মিটিংয়ের পর আবারও জানানো হবে। মাঠ পর্যায়ে পরিশ্রমীদের সমস্যা গুলো কোম্পানির পিএমডি বিভাগের কর্মকর্তাকে বলা হয়েছে।
কোম্পানির নবনিযুক্ত প্রোডাক্ট মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার প্রকৌশলী মো. আজহার উদ্দিন বলেন, প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি হাসপাতালে জরুরি বিভাগ ও বহি:বিভাগের চিকিৎসকদের মাধ্যমে ৩শ অধিক প্রেসক্রিপশন করানো হয়। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জোনের দুই ম্যানেজার প্রেসক্রিপশন অনুযায়ী সেলস করতে পারছেন না৷ কারন ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা মিটফোর্ড, ময়মনসিংহ জোনাল, গাজীপুর জোনাল ও নারায়ণগঞ্জ জোনাল থেকে প্রতিমাসে ৩-৫ লক্ষ টাকার মেডিসিন অবৈধ ভাবে ঢুকছে। তিনি মাঠ পর্যায়ে যারা কাজ করে তাদেরকে হতাশ না হয়ে ধৈর্য ধরতে বলেন। জানুয়ারি থেকে এ সমস্যা গুলো আর থাকবে না বলে সকল প্রতিনিধিকে আশ্বস্ত করেন৷
ওই সভায় ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জ জেলার সমস্থ প্রতিনিধিগনসহ ভৈরব ডিপোর সকল কর্মচারী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন