সরাইলে বাস চাপায় প্রাণ গেল বৃদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ , ৪ ডিসেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বাস চাপায় রানা মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেল চারটায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোগদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বানা মিয়া গোগদ গ্রামের মৃত্যু রহিছ মিয়া ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বানা মিয়া সড়ক পারাপার হওয়ার সময় ঢাকাগামী টিআর পরিবহন নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিশ্বরোড় খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বলেন, টিআর বাসের চাপায় ঘটনাস্থলেই বানা মিয়ার মৃত্যু হয়। ঘাতকবাস ও চালককে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
আপনার মন্তব্য লিখুন