খাটিঁহাতা হাইওয়ে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ , ৪ ডিসেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া
সরাইল বিশ্বরোড় এলাকা থেকে দু’কেজি গাঁজাসহ মোঃ নুর আলম(২৪), মোঃ জুয়েল মিয়ি (৩২)নামে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বিশ্বরোড় খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ।শুক্রবার (৪ ডিসেম্বর ) দুপুর দেড়টার দিকে বিশ্বরোড় চত্বর এলাকায় গোপন সংবাদে ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমানের দিক নির্দেশনায় কর্তব্যরত পুলিশের নেতৃত্বে খাঁটিহাতা হাইওয়ে থানার বিশ্বরোড় চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ নুর আলম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার ধর মন্ডল গ্রামের দিঘির পাড় মোঃ তাউছ মিয়ার ছেলে। অপরজন মোঃ জুয়েল মিয়া একই এলাকার মলাই মিয়ার ছেলে।এ সময় পুলিশ তাদের কাছ থেকে একটি ব্যাগের ভিতরে সাদা প্লাস্টিকে প্যাঁচানো দুইকেজী গাঁজা উদ্ধার করে। বিশ্বরোড় খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে থানার পুলিশ চলমান মাদক বিরোধী অভিযান চালিয়ে দুইকেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া চলছে।
আপনার মন্তব্য লিখুন