অজ্ঞান পার্টির খপ্পরে ইজিবাইক হারালো কোব্বাস আলী পলাশবাড়ী হাসপাতালে ভর্তি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ , ৪ ডিসেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আশরাফুল ইসলাম গাইবান্ধা :বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অটো চালক কোব্বাস আলী (৫৫) যাত্রীবেশী চারজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অটোটি হারিয়ে ফেললো। বর্তমানে অটোচালক পলাশবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি আছে।
তার পরিবারের লোকজন সহ নিকটজনদের পলাশবাড়ী হাসপাতালে যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের দক্ষিণ বন্দরে তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে সাংবাদিক আমিরুল ইসলাম কবির উক্ত বিপদগ্রস্ত ব্যক্তিকে একটি ভ্যানে করে চিকিৎসার জন্য পলাশবাড়ী হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা চলমান থাকায় তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আপনার মন্তব্য লিখুন