১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় রিকশা ও ভ্যান শ্রমিকদের সংবাদ সম্মেলন, দাবি মানা না হলে হরতাল অবরোধ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ , ৩ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

নিজস্ব প্রতিবেদক/ব্রাহ্মণবাড়িয়া: সকল রিকশা শ্রমিকদের লাইসেন্স প্রদান ও পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে সংবাদ সম্মেলন করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের আহবায়ক নুরুল আলমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব শাহেদ মিয়া।

তিনি বলেন, শহরে যানজটের জন্য রিকশা শ্রমিকের উপর দায় চাপিয়ে জেলা প্রশাসন ও পৌরসভা রিকশা অর্ধেকের চেয়ে বেশী কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে আমরা মনে করি তা গণবিরোধী। প্রতিদিন অসংখ্য রিকশা পৌরসভা ও জেলা প্রশাসনের নেতৃত্বে আটক করে স্টেডিয়ামে রাখা হচ্ছে। ১৫/২০ দিন পর সেগুলোকে ছাড়া হচ্ছে। যার ফলে রিকশার ব্যাটারিগুলো অকেজো হয়ে যায়। এই যেন মরার উপর খাড়ার ঘা। আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাই। সকল আটককৃত রিকশার মুক্তি চাই।

যানজট নিরসনের ব্যাপারে তিনি আরো বলেন, শহরের যানজট নিরশনের জন্য মৌলভীপাড়া থেকে পুনিয়াউট বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তা প্রশ্বস্ত করতে হবে। মেড্ডা থেকে ভাদুঘর পর্যন্ত তিতাস নদীর পাড় দিয়ে নতুন রাস্তা নির্মাণ করতে হবে। জনবহুল এলাকায় রিকশাস্ট্যান্ড স্থাপন করতে হবে। সকল রিকশা চালকের রিকশার লাইসেন্স দিতে হবে এবং ফ্রি কমাতে হবে। আগামী ০৬ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সামনে অবস্থান কর্মসূচীর আহবান করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন, পাঁচদফা দাবি মানা না হলে হরতাল, অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচী দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সহ- সাধারণ সম্পাদক আসমা খানম। শ্রমিক নেতা অজিত পাল, আল-মামুন, রোহেল খান, আফজাল মিয়া, হারুণ মিয়া, জয়নাল মিয়া, দুর্জয় চৌধুরীসহ প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন