গাইবান্ধায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে ৫০ জন পেলো হুইলচেয়ার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ , ৩ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আশরাফুল ইসলাম গাইবান্ধা :আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২২ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে ৩ ডিসেম্বর বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা ও সহায়ক উপকরন বিতরন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এসময় জেলা প্রশাসক আব্দুল মতিন বলেন,প্রতিবন্ধিদের বিশেষ নাগরিক সুবিধা ও সম্মান দিচ্ছে বর্তমান সরকার একারণে তারা আর বোঝা হয়ে নাই এখন তারা আমাদের রাষ্ট্রের সম্মানিত বিশেষ বুদ্ধিসম্পন্ন সুনাগরিক। তাই প্রতিবন্ধি এসক বিশেষ বুদ্ধিসম্পন্ন শিশুদের যত্নে পরিবার প্রতিবেশী ও সমাজের মানুষকে আরো বেশী সচেতন হওয়ার উপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আকতার হোসাইন, সিনিয়ার কনসালটেন্ট ডা. মো.মুস্তাফিজুর রহমান, সাংবাদিক আবেদুর রহমান স্বপন, ডা. মো রবিউল ইসলাম প্রমুখ। পরে জেলা প্রশাসক ৫০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও অন্যান্য সহায়ক উপকরন বিতরন করেন।
আপনার মন্তব্য লিখুন