১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলের ড্রেন দেখে মেহজাবিন মহা খুশি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ , ২ ডিসেম্বর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ করোনার মাঝে স্বাস্হ্যবিধি মেনে কিছু কেনা- কাটা করতে আজ বুধবার( ২ ডিসেম্বর ) সকালে উপজেলার সরাইল সদর বাজার রিকশায় ঘুরতে আবার ও মেহজাবিন মহা খুশী ” সরাইল প্রধান রাস্তা কেটে চলছে ড্রেইন নির্মাণের কাজ । উচালিয়া পাড়া মোড়সহ বাজার পযর্ন্ত থেমে থেমে চলছে গাড়ি । আজ যানজট না থাকাই মেহজাবিন বলে বাবা রাস্তা উপরে কাটা মাঠি নেই পাশে সুন্দর ড্রেন দেখতে ! আচ্ছা বাবা ড্রেন করছে তাহলে সরাইলের এ প্রধান খালে’র কি হবে।প্রশ্ন খুজে বললাম তুমি এসব বুঝবানা। মেহজাবিন বলে আপনি বলেন আমি বুঝতে পারব। মা’রে এখানে বৃষ্টি হলে পানি জমে থাকে তাই সরকার রাস্তার পাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেইন নির্মাণ করতে সরাইল উপজেলাধীন সরাইল প্রাত: বাজারের আরসিসি ড্রেইন নির্মাণে নন – মিউনিসিপ্যাল মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সরকারের বরাদ্ধ প্রায় ( ৪৬,২২,৬৭৭) টাকায় কাজটি পাই একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এখন ড্রেনের কাজ চলছে।মেহজাবিন হাঁসি দিয়ে বলে বাবা সব বুঝতে পারলাম তবে খালের কি হবে?? বলেই বলে, যাক বাবা প্রশাসন পাড়া পশ্চিম পাশে আরিফাইল গ্রামের খালের উপরে একটি ব্রিজ দেখলাম। রাস্তা বন্ধ হয়েছে ব্রীজে কেউ আসা যাওয়া করে না। এখন এ ব্রীজের কি ও সরাইলের প্রধান খালে’র কি হবে?? মা’রে তুমি ছোট্ট মানুষ এতো কিছু বুঝার দরকা’কি?? বাবা এটি আপনার অমিমাংসিত কথা !!এদিকে সরেজমিনে দেখা যায়,সম্প্রতি সরাইল- অরুয়াইল আঞ্চলিক সড়কে উচালিয়া পাড়া হতে অন্নদা মোড় পযর্ন্ত ড্রেইন নির্মাণ কাজের জন্য খালটির অস্তিত্ব প্রায় বিলুপ্ত হওয়ার পথে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন