দলীয় মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করলেন সাবেক মেয়র হেলাল উদ্দিন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ , ২ ডিসেম্বর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।।২০২১সালে অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মাঝে আবেদন ফরম বিতরণ চলছে। দলীয় কার্যালয় থেকে ২ ডিসেম্বর পর্যন্ত এই ফরম বিতরণ চলবে এবং ৩ ডিসেম্বর পর্যন্ত এই ফরম জমা নেওয়া হবে।
মঙ্গলবার(১লা ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. হেলাল উদ্দিন।
তার পক্ষে ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন বড় ছেলে রেজুয়ানুল হক (মনি)।
জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খোকনের কাছ থেকে ফরম সংগ্রহ করা কালে হেলাল উদ্দিনের পরিবারের সদস্যরা ছাড়াও প্রায় অর্ধশতাধিক সমর্থক উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন