মুরাদনগরের কোম্পানীগঞ্জ ও শ্রীকাইল বাজারে মাক্স না পরায় ৩২ জনকে জরিমানা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ , ১ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম কে আই জাবেদ, মুরাদনগর (কুমিল্লা):মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি অমান্য করার অভিযোগে মুরাদনগরে ৩২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িমানা আদায় করা হয়েছে।
১লা ডিসেম্বর মঙ্গলবার দুপুরে মুরাদনগর উপজেলার শ্রীকাইল বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ বাঙ্গরা বাজার থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এতে শ্রীকাইল বাজারে মাক্স পরা না থাকায় ১১ জনের নিকট থেকে ২১০০/- টাকা জরিমানা আদায় করেন।
অপরদিকে একই দিনে কোম্পানীগঞ্জ বাজারে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কলম মুরাদনগর থানা পুলিশের ফোর্স নিয়ে মাক্স না থাকায় ২১ জনের নিকট থেকে ৩৯০০/- টাকা জরিমনা আদায় করেন।
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার কোম্পানীগঞ্জ বাজার ও শ্রীকাইল বাজারে মোবাইল কোর্টের পৃথক দুটি অভিযানে স্বাস্থ্য বিধি অমান্য করায় মোট ৩২ জনের নিকট থেকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান। তিনি করোনা কালীন সময়ে সকলকে সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলতে আহবান করেছেন।
আপনার মন্তব্য লিখুন