বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলে বিশ্বের বুকে স্বাধীন দেশ এবং লাল পতাকা পেয়েছি—শিউলি আজাদ এমপি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ , ৩০ নভেম্বর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ বঙ্গবন্ধু এসেছিলেন বলেই আজ আমরা সম্মানিত হয়েছি, বঙ্গবন্ধু এসেছিলেন বলেই আজ আমরা আমাদের কথা বলতে পেরেছি ।বঙ্গবন্ধুর পরিবারকে আমাদের বিশ্বাস এবং জানার পরিধি থেকে জ্ঞানের পরিধি বাড়াতে পড়ার অভ্যাস চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এমপি শিউলি আজাদ,
তিনি বলেন বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলে বিশ্বের বুকে স্বাধীন দেশ এবং লাল পতাকা আমরা পেয়েছি। পড়াশোনা আমাদের পুরো জগৎকে ঘুরে দেখায়। মনের জগৎকে প্রসারিত করে। এ কারণে পড়াশোনার মাধ্যমে বঙ্গবন্ধুকে জানতে হবে। রোববার (২৯ নভেম্বর ) বিকেলে সরাইল উপজেলার বিশ্বরোড় হাইওয়ে’র পাশে লালশালুক হোটেলে ‘ বঙ্গবন্ধু ও তাঁর পরিবার” বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি সংরক্ষিত আসন (ব্রাহ্মণবাড়িয়া-৩১২) উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) এমপি এসব কথা বললেন। এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা সার্বভৌম বাংলাদেশ পেতাম না। বাঙালি জাতির নির্দিষ্ট মানচিত্রও তৈরি হতো না। আজকে আমরা বাংলাদেশ পরিচয়ে বিদেশের দূতাবাসে, জাতি পরিচয়ে কর্মযজ্ঞ চালাতে পারতাম না। তাই বঙ্গবন্ধুর এ ঋণ কোনো দিন শোধ করার নয়।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ২০ বছরের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। বাঙালি জাতি মুক্তি পেয়েছিল। তাই আমরা বুকভরে বলতে পারি আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক।আবু আহাম্মদ র্মৃধা’র সঞ্চালনায় সভাপতি ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহামাদুল কামাল,”বঙ্গবন্ধু ও তাঁর পরিবার”গ্রন্থের লেখক প্রখ্যাত কবিও কথা সাহিত্যিক আমির হোসেন, বিশ্বরোড় খাঁটিখাতা হাইওয়ে থানার ওসি মোঃ মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ঠাকুর মেজবাহ উদ্দিন আহমেদসহ এ সময় উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক শিক্ষক বৃন্দ আগত অতিথিবৃন্দ সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন