ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রী নিহত।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ , ২৯ নভেম্বর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় হেলাল(৩০) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন।
আজ রবিবার(২৯ই নভেম্বর) সকাল ৯টার দিকে সরাইল-নাসিরনগর সড়কের উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল সরাইল উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়ার আব্দুল রশিদের ছেলে।
স্থানীয়রা জানান, অটোরিকশা যোগে রসুলপুর রাজমিস্ত্রীর কাজে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন রাজমিস্ত্রী হেলাল। দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা: সৈয়দ আরিফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে হেলাল তার একটি মেয়ে ও ৬মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে গেছেন।
এ ঘটনায় হতাহতেরকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক ঘটনার সতত্য স্বীকার করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য লিখুন