সরাইল প্রশাসন পাড়ার ভিতরে’র রাস্তাটি বন্ধ করলেন ইউএনও
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ , ২৮ নভেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসন পাড়া মধ্যে দিয়ে যাওয়া দক্ষিণ আরিফাইল গ্রামের কাচারিপাড়ার বাসিন্দাদের চলাচলের রাস্তাটি টিনের দিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি)ফারজানা প্রিয়াঙ্কা।
গত বুধবার দুপুর তিনটার পর এ রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। এবং উপজেলা প্রশাসন পাড়ার নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানাযায়। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা বলেন, কয়েক দিন আগেও এ অফিস পাড়ায় প্রায় ১৫-১৬ টি চোরের ঘটনা ঘটেছে। তাছাড়া প্রশাসনপাড়ার উপর দিয়ে গ্রামের লোকজনের চলাচলের রাস্তা থাকতে পারে না। এতে অফিস পাড়ায় নিরাপত্তার ঝুঁকি থাকে। এছাড়াও নিরাপত্তার কথা চিন্তা করেই প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
আপনার মন্তব্য লিখুন