ব্রাহ্মণবাড়িয়ায় ১৬জন নমুনা রিপোর্টে নতুন ৫জন শনাক্ত।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ , ২৮ নভেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো.আজহার উদ্দিন,স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় ১৬জনের করোনা ভাইরাসের নমুনা রিপোর্টে নতুন ৫জনের আক্রান্ত শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২৬২৯জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় ২৪৭০জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেন।
সর্বশেষ জেলায় ৪৩জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
শনিবার (২৮ই নভেম্বর) রাত ৯টায় জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।
গতকাল শুক্রবার রাতের ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবের ১৬টি নমুনা রিপোর্ট এর মধ্যে নতুন ৫জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৪জন ও নবীনগর ০১জন।
সর্বশেষ জেলায় ২৬২৯জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১০৫০জন, আখাউড়া উপজেলায় ২১১জন, বিজয়নগর উপজেলায় ৮১জন, নাসিরনগর উপজেলায় ১০৮জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৬৮জন, নবীনগর উপজেলায় ৪১০জন, সরাইল উপজেলায় ১২৩জন, আশুগঞ্জ উপজেলায় ২১১জন ও কসবা উপজেলায় ২৬৭জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
সর্বশেষ জেলায় ২৪৭০জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৯৬৮জন, আখাউড়া উপজেলায় ১৯০জন, বিজয়নগর উপজেলায় ৭৭জন, নাসিরনগর উপজেলায় ১০৫জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৬৪জন, নবীনগর উপজেলায় ৩৯২জন, সরাইল উপজেলায় ১১৬জন, আশুগঞ্জ উপজেলায় ২০৪জন ও কসবা উপজেলায় ২৫৪জন সুস্থ হয়েছে।
সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৪৩জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ১৪জন, আখাউড়া উপজেলায় ১০জন, বিজয়নগর উপজেলায় ০২জন, নাসিরনগর উপজেলায় ০১জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৩জন, নবীনগর উপজেলায় ১১জন, সরাইল উপজেলায় ০১জন ও কসবা উপজেলায় ০১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ২৬২৯জন আক্রান্তের মধ্যে ২৪৭০জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১১১জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ১০৭জন আছে। হাসপাতালের আইসোলেশনে সেন্টারে ৪জন চিকিৎসা নিচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ২১৩৪৮জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ২১২৪৫জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ২৬২৯জন আক্রান্ত হয়েছে৷
আপনার মন্তব্য লিখুন