কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৪নং কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ , ২৮ নভেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম কে আই জাবেদ, মুরাদনগর:কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল-২ (মকলিশপুর) গ্যাস ক্ষেত্রের ৪ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গতকাল থেকে দৈনিক প্রায় ২২-২৪ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ আনুষ্ঠানিক ভাবে উদ্বোন করা হয়েছে। শনিবার দুপুরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ আনিছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধন করেন।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব গুলনার নাজমুন নাহার। এসময় মুরাদনগর উপজেলা অভিষেক দাশ, বাপেক্সের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাহজাহান এবং পেট্রোবাংলা ও বাপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাপেক্স তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে স্বল্প খরচে এই কূপটি ৫৫ দিন ধরে সফল ভাবে পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেন। গত ২০ নভেম্বর এই গ্যাস ক্ষেত্রের ৪ নম্বর কূপের নতুন গ্যাস স্তরের ওয়ার্কওভার সম্পন্ন হয়। এই স্তরে প্রায় ৩০-৪০ হাজার বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাপেক্স।
এই গ্যাস ক্ষেত্র থেকে আগে প্রতিদিন গড়ে ৫ থেকে ৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হত। নতুন ভাবে এই কূপটি ওয়ার্কওভার করার ফলে এখন থেকে প্রতিদিন গড়ে ২২ থেকে ২৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রীডে সরবরাহ করা সম্ভব বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ আনিছুর রহমান।
একই দিনে জ্বালানী সচিব পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার হাজিপুরে অবস্থিত গত মার্চ মাসে আবৃষ্কিত ‘রুপকল্প-১ শ্রীকাইল ইস্ট-১’ গ্যাস ক্ষেত্রে আনুষ্ঠানিক ভাবে রিগ ডাউন কাজের উদ্বোধন করেন। জাতীয় গ্রিডের সাথে যুক্ত করতে প্রায় ১০ কিলোমিটার পাইপ লাইন সংযোগ স্থাপন কাজ শুরু হয়েছে। আগামী ২০২১ সালের জুুন মাসের মধ্য এই গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ হতে পারে ।
আপনার মন্তব্য লিখুন