সরাইলে জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ , ২৪ নভেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২০ উদযাপন উপলক্ষে জাতীয় বিজ্ঞান সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় ও সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৪ নভেম্বর) সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়। এতে সভাপতি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা। সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদ কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খানে’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক. উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স আর এম ও ডা. আনাস ইভনে মালেক, প্রাণী সম্পদ ডা.মো. এমরান ভূইঁয়া,কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মানিক, মোঃ শাকিল আহমেদ,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিনসহ উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র – ছাত্রীবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ।উক্ত বিজ্ঞান মেলায় অংশ নেয়া উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন আগত অতিথি ও দর্শনার্থীরা।
আপনার মন্তব্য লিখুন