১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ , ২৪ নভেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মো.আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।।ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার(২৪ই নভেম্বর) সকাল সাড়ে ১১টায় হাসপাতালের শহীদ ডাক্তার মিলন হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্যাকটেরিয়ার বিরুদ্ধে মানব জাতির প্রধান অস্ত্র এন্টিবায়োটিক। অতিরিক্ত, অপর্যাপ্ত ও অযৌক্তিক এন্টিবায়োটিক ব্যবহারের ফলে এন্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু উদ্ভব হচ্ছে। এন্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু ব্যক্তির জন্য প্রাণঘাতী হওয়া ছাড়াও সমাজে ব্যাপক প্রাদুর্ভাব সৃষ্টি করতে পারে।

উক্ত আলোচনা সভায় ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেনের সভাপতিত্বে মূল বক্তব্য পাঠ করেন ডা. সাইদুর রহমান নীর।

আরোও বক্তৃতা রাখেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌসিফুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা ড্রাগ সুপার সালমা আক্তার, সদর উপজেলার টিএসও ডা. শাখাওয়াত হোসেন শামীম, হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডা. মাজহারুল ইসলাম সোহেল, ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার ডা. এনামুল হাসান।

তাছাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রানা নুরুল সামস, ডা. ফাইজুর রহমান ফয়েজ, ডা. ফখরুল আলম আশেক, ডা. এবিএম মুসা চৌধুরী, ডা. মো. মনির হোসেন, ডা. ইনজামামুল হক সিয়াম, ডা. আকিব জাবেদ রাফী, ডা. সোলাইমান মিয়া, ডা. খান রিয়াজ মাহমুদ জিকো, ডা. ফৌজিয়া আখতার, ডা. মারিয়া পারভীন, শারমীন হক স্বর্ণা, ডা. মাহফিদা আক্তার হ্যাপী, ডা. লুতফুর নাহার, ডা. ফরিদা বেগম, ডা. শারমিন হক দিপ্তীসহ হাসপাতালের নার্সেস উপসেবা তত্ত্বাবধায়ক, নার্সেস সুপারভাইজার ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী বৃন্দরাও উপস্থিত ছিলেন।।

চিকিৎসকরা দাবি করেন, সারা বিশ্ব জুড়ে Antibiotic Resistance একটি স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে এবং জীবাণুসমূহ এন্টিবায়োটিকের প্রতি তাদের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেই চলেছে। জীবাণুসমূহ বহু প্রকার এন্টিবায়োটিকের প্রতি প্রতিরোধী হয়ে পড়েছে। ফলে কম বা বেশি দামি সব প্রকার এন্টিবায়োটিক সংক্রমণ চিকিৎসায় অকার্যকর হয়ে যাচ্ছে; বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এ ধরনের রোগ জীবাণু ব্যক্তির জন্য প্রাণঘাতী হওয়া ছাড়াও সমাজে ব্যাপক প্রাদুর্ভাবের সৃষ্টি করতে পারে। তা ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী জনসচেতনতা বৃদ্ধিসহ পলিসি ও নির্দেশিকা প্রণয়নপূর্বক এন্টিবায়োটিক ব্যবহারের ওপর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে ইতোমধ্যেই কৌশলপত্র, কর্মপরিকল্পনা, ক্লিনিক্যাল গাইডলাইন ইত্যাদি প্রণয়ন করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছরের মতো এ বছর ১৮-২৪ নভেম্বর পর্যন্ত এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালন করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন