ঢাকা মহানগর উওর আওয়ামীলীগে’র কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন সরাইলের সালাউদ্দিন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ , ২৪ নভেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন, সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য কাজী সালাউদ্দিন পিন্টু ।ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের আখিঁতারা গ্রামের কৃতি সন্তান কাজী সালাউদ্দিন পিন্টু কে বাংলাদেশ আওয়ামীলীগ ঢাকা মহানগর উওর কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করায় অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন গনতন্ত্রের মানসকন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে। বাংলাদেশ আওয়ামীলীগ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি বজলুর রহমান ও বিপ্লবী সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি ভাইয়ের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন।মহানগর উওর আওয়ামী লীগে’র কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী সালাউদ্দিন পিন্টু বলেন, আমি সকলের দোয়া চাই, আমার উপর অর্পিত দ্বায়িত্ব যেন আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করে । জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে পারি।তিনি এ সময় আরোও বলেন, মহান স্বাধীনতার স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে জননেত্রী শেখ হাসিনা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা মহানগর উওর আওয়ামীলীগ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
জানাযায়,কাজী সালাউদ্দিন পিন্টু স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সদস্য ছিলেন,তিনি সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য।ঢাকা উওরা থানা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক কাজী সালাউদ্দিন পিন্টুর জন্ম সরাইল উপজেলা নোয়াগাও ইউনিয়নের আখিঁতারা গ্রামে।
আপনার মন্তব্য লিখুন