পলাশবাড়ীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই শাপলা ডাকাত খুন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ , ২৩ নভেম্বর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আশরাফুল ইসলাম গাইবান্ধা ::গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই শাপলা ডাকাত (৫০) নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৯ টার দিকে উপজেলার মহদীপুর ইউপির ঝালিঙ্গী গ্রামে।
জানা যায়,পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গাস্থ ঝালিঙ্গী গ্রামের মৃত আজিম উদ্দীন ছেলে আদম আলী (৫৫) এর সাথে দীর্ঘদিন হলো তার আপন ছোট ভাই শাপলা মিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
এই দ্বন্দ কোলহের জের চলমান ধারাবাহিকতায় ২৩ নভেম্বর সোমবার রাত ৯ টার দিকে ঢোলভাংগা বাজারের জিয়া টেইলারিং এর সামনে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাটির সুত্র পাত হয়।
এক পর্যায়ে বড় ভাই আদম আলী জিয়া টেইলারিং থেকে একটি কেচি বের করে ছোট ভাই শাপলার বুকে ঢুকে দেয়।
গুরুতর আহত অবস্থায় শাপলাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। তবে এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি।
উল্লেখ্য,স্থানীয় প্রতিবেশী সূত্রে জানা যায় উক্ত ঘটনায় নিহত শাপলা (৪০) ডাকাত হিসাবে পরিচিত তার বিরুদ্ধে পলাশবাড়ী থানাসহ বিভিন্ন স্থানে ডাকাতি মামলার আসামী ছিলো। তবে মৃত্যর আগে সে অন্ধকার জীবন ছেড়ে স্বাভাবিক ভাবে জীবন যাপন করছিলো।
আপনার মন্তব্য লিখুন