নামাজরত অবস্থায় আল- মদিনা মসজিদের ইমাম এর মৃত্যু টাইমস পরিবারের শোক★
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ , ২৩ নভেম্বর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
জামিয়া ইসলামিয়া সোলাইমানিয়া তিতাস পাড়া ব্রাহ্মণবাড়িয়া এর সুযোগ্য প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ,ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্র কুমারশীল মোড় মদিনা মসজিদের দীর্ঘ ত্রিশ বছরের ইমাম— হাফেজ মাওলানা সুলাইমান আহমদ আজ সোমবার ফজরের নামাজরত অবস্থায় ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি অতন্ত সৌভাগ্যবা নামাজরত অবস্থায় মারা গেছেন। উনার জানাজা বাদ জোহর ট্যাংকের পাড় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ব্রাহ্বামনড়িয়া টাইমস পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও গভীর শোক প্রকাশ করছে । শহরের অনেকেই শোক প্রকাশ করেছেন এবং
মহান আল্লাহ তা’আলার কাছে প্রার্থনা উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান এবং উনার পরিবার-পরিজনদের ধৈর্য ধরার তৌফিক দান করার প্রত্যাশা করেন।
আপনার মন্তব্য লিখুন