শ্রদ্ধায় -ভালবাসা- আস্হায় বিশ্বাসে “মা”
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ , ২২ নভেম্বর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃনিজের জীবন দিয়ে হলেও মা সন্তানের সুখ-শান্তিও মৃত্যুর মতো বিপদ থেকে রক্ষা করে।সুন্দর এই পৃথিবীতে সবচেয়ে শ্রুতিমধুর ও পবিত্র শব্দের নাম ‘মা’। তা শুধু মানব সৃষ্টির মধ্যেই না। পশু ও তার মাকে পৃথিবীর শ্রেষ্ঠতম জানে মনে হয়।এক অক্ষরের একটি ছোট্ট শব্দ ‘মা’। সন্তানের সঙ্গে যার নাড়ির সম্পর্ক। হৃদয়স্পর্শী এ শব্দের সঙ্গে অন্য কোন শব্দের তুলনা হয় না। মা শব্দটি দিয়েই প্রত্যেক শিশুর জীবন আরম্ভ হয়। মানব শিশু মায়ের কারণেই সুশীতল ধরাতলের সুন্দর মুখখানি দেখতে পায়। আজ রাত আটার সময় সরাইল – নাছিরনগর আঞ্চলিক সড়কে উচালিয়া পাড়া হাসপাতাল মোড় থেকে উওর দিকে আমি আর বন্ধূ তনূ একটু হাটাহাটি করতে বাহির হয়। জেলা যাত্রী ছাউনি পার হবার পর পঠাৎ চোখে পড়ে একটি কুকুর ছানা,সামনে দূরত্ব একটি গাড়ি কুকুর ছানাটি রাস্তার মাঝে এমন সময় অন্ধকার থেকে বের হয়ে কুকুর ছানার মা কামড় দিয়ে রাস্তা পারকরে গাড়িটি চলে যায়। এই মুহূর্তে ক্যামেরায় বন্দী হয় বিপদ থেকে রক্ষা পাওয়া কুকুর ছানা ও তার মা কুকুরটি। এই দৃশ্যটি রাস্তার ওপারে মা কুকুর এবং কুকুর ছানাটি।
দেখে বলছে মনে হয়।স্নেহময়ী মায়ের হাসি, মন উজাড় করা ভালোবাসা, আদর-স্নেহে সন্তানের মনে বয়ে যায় অনাবিল আনন্দের ঝরনাধারা। সব দু:খ-কষ্ট আর বেদনা ‘মা’ শব্দের মাঝে বিলীন হয়ে যায়।সত্যিই মায়ের মতো আপনজন এ পৃথিবীতে আর কেউ নেই। মা করুণাময়ী ও স্নেহের খনি। মায়ের ভালোবাসার ন্যায় অকৃত্রিম ভালোবাসা ও স্নেহ পৃথিবীতে দুর্লভ। মায়ের স্নেহ-মমতা যে কী অসীম তা কল্পনাতীত। মায়ের ভালোবাসা স্বর্গীয় ও স্বত:স্ফূর্ত। জগতের আর কারো কাছ থেকে এই নি:স্বার্থ ও পবিত্র ভালোবাসা আশা করা যায় না। জন্ম থেকে মৃত্য পর্যন্ত তাঁর এই নিঃস্বার্থ ভালোবাসা চলতে থাকে। মানব জীবনে মায়ের স্থান তাই অনেক উর্ধে, সর্বাধিক সম্মানের ও শ্রদ্ধার।
আপনার মন্তব্য লিখুন