গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা সহ আটক ৫
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ , ২১ নভেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আশরাফুল ইসলাম গাইবান্ধা ::গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ২১ নভেম্বর শনিবার রাত অনুমানিক পৌনে ২ টার সময় গোবিন্দগঞ্জ থানার এসআই শফিকুল, এসআই সজিব, এসআই মোবারক, এএসআই সাইফুলদের সমন্বয়ে একটি টিম উপজেলার তালুককানুপুর ইউপির চন্ডিপুর গ্রামের মৃত রহমান পাগলার বাড়িতে অভিযান চালিয়ে শাবগাছী গ্রামের কলিম উদ্দিনের ছেলে ১। রকেট(৩০),চন্ডিপুর গ্রামের লাল মিয়ার ছেলে ২। আঃ বাতেন(৩৫),শাবগাছী গ্রামের দুদু সরকারের ছেলে ৩। লিটন সরকার(৩২) বুগলাগাড়ী গ্রামের তাজুল ইসলামের ছেলে ৪। মতিউর রহমান(২৮) নোদাপুর (জামালপুর) গ্রামের ডিপটি মিয়ার ছেলে ৫। মোখলেস(৩২) কে জুয়া খেলারত অবস্থায় ধৃত করে তাদের দেহ তল্লাশি পূর্বক আসামি রকেটের নিকট হতে ৫০০ পিস ও আসামি বাতেনের নিকট হতে ৩০০ পিস সর্বমোট ৮০০পিস ইয়াবা ও অন্যান্য আসামিদের নিকট হতে মাদক সেবনের সরঞ্জাম এবং জুয়া খেলার সামগ্রীসহ আটক করে ।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, উদ্ধার কৃর্ত ইয়াবার মূল্য অনুমানিক ১ লক্ষ ৬০ হাজার টাকা। আসামিগণ পেশাদার মাদক ব্যবসায়ী ও সেবনকারি। আসামি বাতেনের বিরুদ্ধে আরো ৯ টি মাদক মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন আছে এবং দুইটি ওয়ারেন্ট ও মুলতবি ছিলো। আসামিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় এঘটনায় একটি মাদক দ্রব্য ও জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন