ব্রাহ্মণবাড়িয়া দু’শ বছরের প্রাচীন মন্দিরে চুরি ঘটনায় প্রতিমাসহ মালামাল উদ্ধার।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ , ২০ নভেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো.আজহার উদ্দিন,স্টাফ রিপোর্টার।। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামে স্কুল শিক্ষক মানিক চক্রবর্তীর বাড়ির দু’শ বছরের প্রাচীন মন্দিরে চুরির ঘটনায় প্রতিমাসহ মালামাল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার(২০ই নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ১৯ই নভেম্বর রাতে চোরের একটি সক্রিয় দল মন্দিরের তালা ভেঙ্গে প্রাচীন ওই মন্দির থেকে গণেশ মূর্তিসহ ৮টি পিতলের মূর্তি চুরি করে নিয়ে যায়।
এতে বলা হয়, চুরির ঘটনায় মামলা দায়েরের পর ৫জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে জেলার নবীনগরের মৃত আব্দুল মান্নানের ছেলে কাজল (২৩) নামের এক আসামীর দেওয়া তথ্য মতে প্রতিমা গুলোসহ মালামাল উদ্ধার করা হয়।
উপজেলার লাউর ফতেপুর কেজি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মানিক চক্রবর্তী জানান, ভোরে বাড়িতে থাকা ২০০ বছরের প্রাচীন ওই মন্দিরের দুটি দরজা খোলা দেখতে পায় বাড়ির লোকজন। পরে মন্দিরে প্রবেশ করে দেখা যায়, মন্দিরের গণেশ মূর্তি, নারায়ণ মূর্তি ও শীলাসহ ৮টি পিতলের বিগ্রহ এবং মন্দিরের আনুষাঙ্গিক অন্যান্য জিনিসপত্রও মন্দির থেকে উধাও।’
আপনার মন্তব্য লিখুন