গোবিন্দগঞ্জে ঢাকাগামী তিনটি বাস তল্লাশি করে ১৭০ বোতল ফেনসিডিলসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ , ২০ নভেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আশরাফুল ইসলাম গাইবান্ধা :গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোর নামক স্থানে দিনাজপুর হতে ঢাকাগামী রহবার এন্টারপ্রাইজ বাসে তল্লাশি চালিয়ে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়িকে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ,এরআগে একই স্থানে ঢাকাগামী শ্যামলী এন আর ট্রাফেলস এ তল্লাশি চালিয়ে ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে,এরআগে নাবিল ক্লাসিক পরিবহন হতে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ১ জন কে সহ পৃথক এ তিনটি অভিযানে মোট ১ নারীসহ ৬ জন কে গ্রেফতার করে। এ পৃথক অভিযানে মোট ১৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
ডিবি সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোর নামক স্থানে দিনাজপুর হতে ঢাকাগামী রহবার এন্টারপ্রাইজ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে উক্ত স্থানে গাইবান্ধা জেলার ডিবি পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাত ১.০৫ মিনিটের সময় গোবিন্দগঞ্জ উপজেলার কাঠামোর নামক স্থানে উক্ত কোচ থামাইয়া তল্লাশি করলে মাদক ব্যবসায়ী ঠাকুরগাও জেলার হরিপুর উপজেলার চাপসার গ্রামের শশামসুল হকের ছেলে ১। মোঃ মেহেদী হাসান (২৫) একই গ্রামের সোখলেছুর রহমানের ছেলে ২। মোঃ নুর আলম @সাধন(৩৫) , একই উপজেলার মহেন্দ্র গাও গ্রামের জুয়েল রানার স্ত্রী ৩। মোসাম্মৎ মনসুরা বেগম (২৬) দের নিকট হতে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে তাদের গ্রেফতার করে । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানার মামলা নং ৫১ তাং ১৯-১১-২০২০ ইং ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১) সারির ১৩(খ)/৪১ দায়ের করা হয়েছে।
এর আগে একই স্থানে ঢাকা গামী শ্যামলী এন.আর ট্রাভেলস-এ গাইবান্ধা জেলার ডিবি পুলিশ তল্লাশি করে ২ (দুই) যাত্রী দেহে মাদক দ্রব্য ফেন্সিডিল ফিটিং অবস্থায় আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার ডিবি পুলিশ জহিরুল হক সঙ্গীয় ফোর্সসহ গত ১৮ নভেম্বর বুধবার ১০ টা ৫ মিনিটের সময় কাটারমোড় নামক স্থানে ঢাকাগামী শ্যামলী পরিবহন থামাইয়া তল্লাশি করলেএক পর্যায়ে যাত্রীবেশে মাদককারবারি দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ১। মোঃ রাশেদ(২৭) এর শরীরে বিশেষ কায়দায় তৈরী নেভিব্লু রংয়ের কটির ভিতরে ৪০(চল্লিশ) বোতল ফেন্সিডিল এবং একই জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মহেন্দ্র রায়ের ছেলে আসামী ২। শ্রী শংকর রায়ভভ্য(২৮) এর শরীরে বিশেষ কায়দায় তৈরী নেভিব্লু রংয়ের কটির ভিতরে ৪০(চল্লিশ) বোতল ফেন্সিডিল, সর্বমোট (৪০+৪০)= ৮০ (আঁশি) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সরনীর ১৩(গ)/১৪(গ)/৪১ ধারার অপরাধ করায় আসামীদের বিরুদ্ধে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মামলা নং-৪৯,তারিখ-১৯/১১/২০২০ খ্রিঃ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬ সারণির ১৩(গ)/১৪(গ)/৪১ ধারার দায়ের করা হয়েছে।
এরো আগে একই রাতে একই স্থানে পৃথক অভিযানে ফুলবাড়ী হতে ঢাকাগামী নাবিল ক্লাসিক পরিবহনে তল্লাসি চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ১ মাদককারবারি কে গ্রেফতার করেছে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গোপন সংবাদের ভিত্তিতে একই স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ১৮ নভেম্বর ৯ টা ৩৫ মিনিটের সময় “ঢাকা ফুলবাড়ী- দিনাজপুর” গামী ঢাকা মেট্রো-ব ১৪-৫৫১৭ নাবিল ক্লাসিক হিরো কোচটি আসলে ডিবি পুলিশের এস আই মোহাম্মদ জহিরুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গাড়ীটিকে থামাইয়া তল্লাশীকালে এক পর্যায়ে গাড়ীর সিট নং- এ-৪. তে বসে থাকা যাত্রী দিনাজপুর জেলার কতোয়ালী থানার তাজপুর গ্রামের রমজান আলীর ছেলে ১। মোঃ রোস্তম আলী (২৬) এর কোলের উপর কালো রংয়ের কাপড় রাখা ব্যাগের ভিতর ২০(বিশ) বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। পরে উক্ত ব্যক্তিকে আটক করে। এঘটনায় গ্রেফতারকৃত মাদককারবারির বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানার পৃথক একটি মামলা নং-৫০,তারিখ-১৯/১১/২০২০ খ্রিঃ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬ সারণির ১৩(গ)/১৪(গ)/৪১ ধারার দায়ের করা হয়েছে।
ডিবি পুলিশের অভিযানে পৃথকভাবে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক ভাবে মামলা দায়ের করা হয়েছে । উদ্ধারকৃত ভারতীয় ফেন্সিডিলের মুল্য আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকা।
আপনার মন্তব্য লিখুন