১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

পলাশবাড়ী পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসাবে এগিয়ে রয়েছে শেখ ফরিদ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ , ১৯ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

আশরাফুল ইসলাম গাইবান্ধা :: আগামী ১০ ডিসেম্বর আসন্ন পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে (হরিণমারী, বৈরীহরিণমারী ও রাইগ্রাম) গ্রাম নিয়ে গঠিত ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসাবে নির্বাচনী ওয়ার্ডসহ পৌর এলাকায় আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বর্তমানে স্থানীয় যুবলীগ নেতা আসাদুজ্জামান শেখ ফরিদ। নির্বাচনী কার্যক্রম শুরুর আগেই তিনি ভোটার নারী পুরুষের মাঝে সাড়া ফেলেছেন রয়েছেন শীর্ষে নির্বাচনী আলোচনায়।

পৌরসভার ৮ নং ওয়ার্ডে তিনটি গ্রামে রাস্তার মোরে ছোট বড় চায়ের দোকানে পাড়া মহল্লায় সর্বত্র আলোচনা রয়েছেন কাউন্সিলর প্রার্থী আসাদুজ্জামান শেখ ফরিদ। ওয়ার্ডে একাধিক নারী পুরুষের সাথে কথা বলে জানা যায় উক্ত ওয়ার্ডে প্রধান প্রার্থী হিসাবে তিনিই রয়েছেন তাকে লক্ষ করে অন্যান্য প্রার্থীরা নির্বাচনী নানা কৌশল অবলম্বন করছেন। এ পর্যন্ত এ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসাবে সর্বত্র আলোচনায় রয়েছেন তিনি।

কাউন্সিলর প্রার্থী আসাদুজ্জামান শেখ ফরিদ বলেন,আমার নির্বাচনী মনোনয়ন দাখিল করার পূর্ব মুহূর্তে আমার নির্বাচনী এলাকা হরিনমারী, বৈরীহরিনমারী ও রাইগ্রামের ভোটারদের স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিতি ও অংশগ্রহণে আমি অভিভূত হয়ে যাই। তাদের ভালোবাসার প্রতিদান শোধ করবার মতো নয় এই তিন গ্রামের সম্মানিত ভোটারদের স্বার্থহীন ভাবে আমার প্রতি যে ভালোবাসায় আলিঙ্গন করেছেন এজন্য আমি আজন্ম ঋণী হয়ে থাকবো। নির্বাচনে আমার সমর্থকগণ ও কর্মী বৃন্দ অক্লান্ত পরিশ্রম করছেন। নিঃস্বার্থভাবে এলাকার উন্নয়নে ও জনসেবা প্রদান করে এ ঋনের বোঝা একটু হলেও হালকা করবো।

উল্লেখ্য, ৮ নং ওয়ার্ডের মোট নারী পুরুষ ভোটার রয়েছেন ৪ হাজার ৫ শত ৫৯ জন। পৌর এলাকার হরিণমারী গ্রামের মৃত আব্দুল মজিদ খন্দকারের ছেলে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন