গাইবান্ধায় দারিয়াপুরে উপ-স্বাস্থ্য কেন্দ্র সচলের দাবিতে কমিউনিস্ট পার্টির মানববন্ধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ , ১৯ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আশরাফুল ইসলাম গাইবান্ধা ॥গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে উপ স্বাস্থ্য কেন্দ্র সচল করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দারিয়াপুর উপ স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত ডাক্তারের উপস্থিতি, শূন্য পদে লোক নিয়োগ এবং ঔষধ চুরিসহ নানা অনিয়ম বন্ধের দাবিতে মানববন্ধন করে কমিউনিস্ট পার্টি, দারিয়াপুর অঞ্চল কমিটি। ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপ স্বাস্থ্য কেন্দ্রের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ও উপজেলা সভাপতি ছাদেকুল ইসলাম, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তপন কুমার বর্মণ, জেলা সিপিবি’র সদস্য ময়নুল কবীর মন্ডল, সিপিবি, দারিয়াপুর অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, উপ স্বাস্থ্য কেন্দ্রে একজন মেডিকেল অফিসার থাকলেও তিনি নিয়মিত আসেন না, দীর্ঘদিন ধরে সহকারী মেডিকেল অফিসার পদটি শূন্য আছে এবং রোগীদের ঠিকমত ঔষধ সরবরাহ করা হয় না। তারা অবিলম্বে শূন্য পদে লোক নিয়োগ ও নিয়োজিত ডাক্তারের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার দাবি জানান।
আপনার মন্তব্য লিখুন