বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় নাতির বিরুদ্ধে দাদীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ , ১৮ নভেম্বর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো.আজহার উদ্দিন,স্টাফ রিপোর্টার।। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিধবা দাদীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্বয়ং নাতির বিরুদ্ধে। বর্তমানে নির্যাতিতা নারী ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গত সোমবার(১৬ই নভেম্বর) মধ্যরাতে নাতির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। অভিযুক্ত আবুল হোসেন(২২) নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুঁড়িঘর গ্রামের মুজলিশ মিয়ার ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী মঙ্গলবার রাতে জানান, সোমবার মধ্যরাতে ঘরের বাইরে টয়লেট থেকে নিজ ঘরে আসার সময় তার নাতি আবুল হোসেন তাকে মুখে কাপড় চেপে ধরে পাশের অন্ধকার জায়গায় নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।
তিনি আরও জানান, এ সময় আত্মচিৎকারে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করেন। পরে বিষয়টি নাটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেমকে অবহিত করা হয়।
উল্লেখ দাদী তার সৎ ছেলে রহিছ মিয়ার সাথে জায়গা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।
নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম জানান, অভিযোগকারী বিধবা নারীকে তার আপন ভাতীজার ছেলে নাতী আবুল হোসেন ধর্ষণের চেষ্টা করেন বলে, ওই নারীর কাছ থেকে জানতে পেরেছি। তবে ওই নারী তার সৎ ছেলে রহিজ মিয়ার সাথে জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে।
গতকাল রাতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুর রশিদ জানান, ধর্ষণের চেষ্টা করা হয়েছে, এমন কোন অভিযোগ পায়নি। তবে আমরা জানতে পেরেছি যায়গা সম্পত্তি জেরে রাতে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনো লিখিত কোন অভিযোগ পায়নি।
আপনার মন্তব্য লিখুন