নবনির্বাচিত সরাইল চুন্টা ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ , ১৮ নভেম্বর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নবনির্বাচিত চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ হাবিবুর রহমানে’র শপথ গ্রহণ করেছেন। আজ বুধবার(১৮ নভেম্বর) সকাল দশটায় ব্রাহ্মণবিড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, তাকে শপথ বাক্য পাঠ করান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। এসময় আরো উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সরাইল উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা, সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এ্যাডঃ মোঃ নাজমুল হোসেন, এ্যাডঃ জয়নাল উদ্দিন জয়প্রমুখ। উল্লেখ্য সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া গত (১০ জুলাই ) মৃত্যু বরন করেন। এতে চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন। নির্বাচনে চুন্টা আওয়ামী লীগের মনোনয়ন পান শেখ মোঃ হাবিবুর রহমান।গত (২০ অক্টোবর )চুন্টা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। পরে চুন্টা ইউনিয়নে উপনির্বাচনে শেখ মোঃ হাবিবুর রহমানকে নির্বাচিত চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ঘোষনা করা হয়।
আপনার মন্তব্য লিখুন