১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

হাজী মাহমুদুল হক ভূইয়া টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে নোমান স্মৃতি পরিষদ চ্যাম্পিয়ন।।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ , ১৪ নভেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মো. আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার।। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী মাহমুদুল হক ভূইয়া টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে নোমান স্মৃতি পরিষদ-শান্তিবাগ।

গতকাল শুক্রবার(১৩ই নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেড্ডা তরুন একতা বয়েস ক্লাবের আয়োজিত ফাইনাল খেলায় মেড্ডা কিং স্টারের ৩৭ রানের টার্গেটের জয়ের লক্ষ্যে নোমান স্মৃতি পরিষদ-শান্তিবাগ এক উইকেটে হাতে রেখেই জয়ী হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী মাহমুদুল হক ভূইয়া। তিনি ফাইনাল খেলার চ্যাম্পিয়ন দল নোমান স্মৃতি পরিষদ-শান্তিবাগের অধিনায়ক প্রসেনজিৎ দাস ও সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আশিকুর রহমান পিয়াসের হাতে পুরস্কার ‘ফ্রিজ’ ও রানার্সআপ দল মেড্ডা কিং স্টারের অধিনায়ক সজিব মিয়ার হাতে ‘২৪ইঞ্চি কালার টিভি’ পুরস্কার তুলে দেন।

টি-১০ টুর্নামেন্টে ব্রাহ্মণবাড়িয়া জেলার ১৪টি দল অংশ নিয়েছে। ১০ ওভারে নকআউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার ফাইনাল খেলায় মুখোমুখি হয় নোমান স্মৃতি পরিষদ ও কিং স্টার মেড্ডা। খেলায় মেড্ডা কিং স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নোমান স্মৃতি পরিষদ। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে বিজয়ী দলের সুমন ও সিরিজ অব দ্যা টুর্নামেন্ট হয়েছে রানার্সআপ দলের অধিনায়ক সজিব মিয়া।

উক্ত ফাইনাল খেলায় ২ং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আহাদ মিয়ার সভাপতিত্বে ও শহর ছাত্রলীগের সহসভাপতি এনামুল হক পারভেজের পরিচালনায় প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডা. সাইফুদ্দিন শুভ্র, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাজী জসিম উদ্দিন জামসেদ ও প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়িক মনির হোসেন মনু।

তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেড্ডা বাজার কমিটির সাধারণ সম্পাদক ফখরুল মিয়া, বিশিষ্ট ব্যবসায়িক শাফীন মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শামসুজ্জামান চৌধুরী পারভেজ, জিয়াউল আমীন জুয়েল ও শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন আল-স্বাধীন।

প্রধান অতিথি বক্তৃতায় হাজী মাহমুদুল হক ভূইয়া বলেন, নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশেই মুজিব শতবর্ষ উদ্যাপিত হচ্ছে। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধূলার আয়োজনে একদিকে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক গঠন ঠিকমতো হবে, অপরদিকে তারা খেলাধূলায় ব্যস্ত থাকায় খারাপ কাজে জড়াবে না।

মেয়র প্রার্থী মাহমুদুল হক আরো বলেন, প্রিয় নেতা র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপির ভ্যানগার্ড হয়ে পৌরসভার মেয়রের দায়িত্ব পেলে ব্রাহ্মণবাড়িয়াকে একটি পরিচ্ছন্ন ও ডিজিটাল পৌরসভা করবো।

নোমান স্মৃতি পরিষদ-শান্তিবাগ দলের সাধারণ সম্পাদক শেখ আশিকুর রহমান পিয়াস বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে হাজী মাহমুদুল হক ভূইয়া টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে জয়ী হতে পারায় খুবই আনন্দিত। তিনি নোমান স্মৃতি পরিষদ-শান্তিবাগের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও সবাই উপস্থিত থেকে দল বিজয়ী করতে উৎসাহিত করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উক্ত ফাইনাল খেলায় জয়ী নোমান স্মৃতি পরিষদ দলের সমর্থকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি রজব মিয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী ও বিপ্লব হোসেন, ক্রিয়া সম্পাদক মো. জনি এবং উক্ত ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক তরুন একতা বয়েস ক্লাব ও শহর ছাত্রলীগের রাকিব, ইয়ামিন, জাকির, হৃদয়, অপু, মমিন ও আমজাদ প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন