বিয়ের সাজে আলোকসজ্জা, আজ বকুলে’র মেয়ের বিয়ে””
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ , ১৪ নভেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ অনুষ্ঠান মানেই একটু আলাদা একটু সাজ না হলে কি হয়।
বিয়ে অনুষ্ঠান গিরে আলোকসজ্জা করে রাখা হয়েছে। চলছে রান্নাবান্না। বিয়েবর গেইটে অপেক্ষা করছেন তরুণ-তরুণীরা। টেবিলে সাজানো সুস্বাদু খাবার। কিছুক্ষণ পর সেখানে বহর নিয়ে উপস্থিত হলেন সবার মধ্যমণি। বিয়ের বর’সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামের উপরে অপেক্ষা করছে কনে । আজ শুক্রবার (১৩ নভেম্বর )এমনই একটি সুন্দর পরিবেশে নতুন আঙ্গিকে বিয়ের আয়োজন হয়েছে। সরাইল উপজেলার সৈয়দ টুলা গ্রামের ডাঃ মোঃ মাহবুবূর রহমান বকুল মিয়া বড় মিয়ের বিয়ে অনূষ্টানে।গেইটে বরকে বরণ করার পরই সকলের জন্য নাস্তার আয়োজন করা হয়। তারপর বিয়ে। বিয়েবাড়িতে ‘বরযাত্রী’দের জন্য কনেপক্ষ সব ধরনের খাবারের আয়োজন রাখে। কোনো কিছুরই কমতি ছিল না।
সবচেয়ে বেশি নজর কেড়েছে অথিতি আপ্যায়ন।
এই বিয়ের অনুষ্ঠানে সকল শ্রেণীর মানুষের এক মিলন মেলায় পরিনত হয়। পরিশেষে কনের মা মোছা. নাসিমা খান মৌরি সকলের উপস্থিতি কে স্বাগত জানিয়ে দোয়া চেয়ে বলেন, এই দু’জনকে আল্লাহ যেন সুখ এবং শান্তির বাকী জীবন ভরে দেয়।
আপনার মন্তব্য লিখুন