কেন্দ্রীয় যুবলীগের পূর্নাঙ্গ কমিটিতে নবীনগরের দুইসন্তান।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ , ১৪ নভেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো. আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার।। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের দুই কৃতি সন্তান দৈনিক যায়যায়কালের সম্পাদক ও প্রকাশক আলামিনুল হক আলামিন সহ-সম্পাদক পদে ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক এইচ এম আল-আমীন আহমেদকে কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছে।
শনিবার (১৪ই নভেম্বর) সন্ধ্যায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার রতনপুর গ্রামের সৎ ও মেধাবী নেতা আলামিনুল হক আলামিনকে পরিশ্রমে সম্মান দেখিয়ে কেন্দ্রীয় যুবলীগের পূর্নাঙ্গ কমিটিতে সহসম্পাদক পদে দায়িত্ব দিয়েছেন। এর আগে তিনি বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যকরী সদস্য, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক, বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও বাংলাদেশ আওয়ামিলীগের কেন্দ্রীয় উপ-দপ্তর কমিটির সদস্য, ৭ম কংগ্রেসের কেন্দ্রীয় আওয়ামিলীগের মঞ্চ উপ-কমিটির সদস্যও ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বীরগাও গ্রামের আরেক কৃতি সন্তান ও ১/১১ বিএনপি জালাও পোড়াও আন্দোলনের মেধাবী ছাত্রনেতা এইচ এম আল-আমীন আহমেদকে কেন্দ্রীয় যুবলীগের পূর্নাঙ্গ কমিটিতে কার্যকরী সদস্য পদে দায়িত্ব দিয়েছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও কবি জসিম উদ্দিন হল ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ছিলেন।
নতুন কমিটিতে বয়স ৫৫ বছরের বেশি হওয়ায় বাদ পড়েছেন ৭০ জনের বেশি। পাশাপাশি বাদ পড়েছেন যুবলীগের গত কমিটির বিতর্কিত নেতারা।
এর আগে ২০১৯ সালের ২৩ নভেম্বর যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। যুবলীগের সপ্তম কংগ্রেসে সংগঠনটির সভাপতি পদে আসেন শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক পদে আসেন মাঈনুল হোসেন খান নিখিল।
সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণার এক বছর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আপনার মন্তব্য লিখুন