প্রতিবন্ধী ছাবিরকে হুইলচেয়াল দিল এডঃ তপু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ , ১৩ নভেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া
সরাইল নোয়াগাঁ ইউনিয়নের আইরল গ্রামের প্রতিবন্ধী মোঃ ছাবির মিয়া’কে হুইলচেয়ার উপহার দিল এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। আজ শুক্রবার (১৩ নভেম্বর ) বিকালে উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের আইরল গ্রামের প্রতিবন্ধী মোঃ ছাবির মিয়ার বাড়িতে একটি হুইলচেয়ার নিজ অর্থায়নে আজ আইনজীবী নুরুজ্জামান লস্কর তপু উপস্থিত থেকে উপহার তুলে দেন। এ সময় আরো ছিলেন,বিএনপি নেতা আনু মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডি এম দুলাল, নোয়াগাঁ ইউপি সাবেক সদস্য ফতে আলী, যুবদল নেতা সুমন, ইসমাইল, সেলিম লস্কর, মোঃ সেলিম, নুরুল আমীন মাষ্টার,. খাজা আহমেদ, সারোয়ার মোঃ আশরাফ (সবুজ). ছাত্রদলনেতা অনিক হোসেন মৃধা, মীর ওয়ালিদ, আল আমিন, হৃদয় লস্কর, আকরাম খান,স্থানীয় ইসলাম মিয়া, মর্তূজ আলী মিয়া, হামেদ আলী, বাচ্চু মিয়া, আব্দুলুদু মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন